কুমিল্লায় ৫ যাত্রী নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২২, ১১:০৮ এএম

কুমিল্লায় ৫ যাত্রী নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করে। তবে চালকের নাম, পরিচয় এবং কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানানো হবে।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে নিহত অটোরিকশা চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন।

এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুতবাগান এলাকায় একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।

Link copied!