কুড়িগ্রামে পৃথক অভিযানে ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় এ অভিযানগুলো চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
জেলা পুলিশ দফতর সূত্র জানিয়েছে, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের আওতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। এরপর তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে বিশেষ কায়দায় রাখা এসব মাদক উদ্ধার করে। সেসময় উপজেলার অনন্তপুর বালাবাড়ী গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন ও অনন্তপুর কাশেম বাজার গ্রামের মো. হাবিল মিয়ার পুত্র মো. অটোল মিয়াকে গ্রেফতার করা হয়।
অপর অভিযানটি পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশ। এ অভিযানে পৌরসভার মালভাঙ্গা গ্রামে অবস্থিত হেলিপ্যাডের পশ্চিম পাশে দেড় কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। সেখান থেকে মফিজুল ইসলাম (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মফিজুল ইসলাম নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা শিয়ালকান্দা (চওড়াটারী) গ্রামের জহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।