খুলনায় চলছে ২৪ ঘণ্টার ট্যাংকলরি ধর্মঘট

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৯:১৬ এএম

খুলনায় চলছে ২৪ ঘণ্টার ট্যাংকলরি ধর্মঘট

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।

রবিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে প্রায় ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন হচ্ছে না  বলে জানা গেছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।

এছাড়া খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধেরও ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

ধর্মঘটের কারণে ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। এই ১৫ জেলার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ।

Link copied!