চট্টগ্রামে এক কিলোমিটার দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১২:১০ পিএম

চট্টগ্রামে এক কিলোমিটার দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকেল ৩টায়। 'বিএনপি–জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য'র বিরুদ্ধে নগরীর আন্দরকিল্লা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অপরদিকে, এক কিলোমিটার দূরত্বে কাজী দেউড়ি এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধগতি এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

বিভাগীয় সমাবেশকে সফল করতে ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন। ইতিমধ্যে সমাবেশের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। নেতাকর্মীদের আশা, নগরের পলোগ্রাউন্ডের সমাবেশের মতো বড় জমায়েত হবে আজ।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসিরসহ জ্যেষ্ঠ নেতারা।

এদিকে নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সমাবেশে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আইনশৃংখলা বাহিনী কড়া অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

Link copied!