জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাষ্ট্রপতি যা বললেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৩, ১০:০০ পিএম

জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাষ্ট্রপতি যা বললেন

অনির্বাচিত সরকারের কোনো সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার(১৭ মে) পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

 

রাষ্ট্রপতি বলেন, “একসময় বাংলাদেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন হয়েছিল। তবে বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ি  একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ “এসময় তিনি রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।

জনগণই সকল ক্ষমতার উৎস উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদেরকে মাথা উঁচু করার কোনো সুযোগ দেবেন না।”

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, আমাদের সবাইকে মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে। পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্পমূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

বর্তমান সরকারের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান এ গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

রাষ্ট্রপতি বলেন, অতীতে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে বলে জানান তিনি।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, ডা. মনোয়ারুল আজিজ।

Link copied!