গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় চলমান বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে দোকানের ওপর পড়ে পথচারী ও দোকানদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকায় কামারপাড়া রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, বিআরটি প্রকল্পের মালামাল তোলার সময় একটি ক্রেন উল্টে মহাসড়কের পূর্ব পাশে রাস্তার পাশে থাকা দোকানের ওপর পড়ে। এই ঘটনার পর মহাসড়কের দীর্ঘ যানজট লেগে যায়। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশাফুল ইসলাম জানান, ক্রেন উল্টে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।