দেশবিরোধী অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০৮:২০ পিএম

দেশবিরোধী অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিন

বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে বা খবর প্রচার করা হলে ঢাকার সিদ্ধান্তের ওপর বসে না থেকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশনগুলোর প্রধানদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নতুন বছর উপলক্ষে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “আমরা বলেছি কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয় আপনারা (দূতরা) চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না। মন্ত্রণালয় যখন আপনাকে হুকুম দিল, তখন আপনি এর উত্তর দেবেন, ‘‘নো’’। আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) করছেন।”

বাংলাদেশের কূটনীতিকদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আরও বলেন, “কেউ যদি মিথ্যা বলে, আপনি (দূত) উত্তর দেবেন। এক্কেবারে স্বতঃস্ফূর্তভাবে। ওটার জন্য আপনারা মন্ত্রণালয় থেকে হুকুম পাবেন, এটার জন্য বসে থাকবেন না। আমরা নব যুগ-যুগান্তে প্রবেশ করেছি। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল লোক। আপনারা (দূতরা) সেই অনুযায়ী কাজ করবেন, যেটা আপনারে ভালো মনে করেন।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের আমরা পরামর্শ দিয়েছি। তাদের বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন। এতদিন ধরে তারা (দূতরা) যেটা করেন, তারা (দূতরা) রেসপন্স করেন না। আবার অনেকে জানায়ও না। এ বিষয়ে আমরা জানলে তাদের (দূতদের) বলি, হুকুম দিলে তারা রেসপন্স করেন।’

এ বিষয়ে ড. মোমেন আরও বলেন, “আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। কেউ কেউ (দূতরা) খারাপ কিছু হলে তারা আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবাই মিলে টিমওয়ার্ক। তাদের (দূতদের) কিছু যদি খারাপও হয় আমাদের বলবেন, খারাপ হলেও বলবেন। আপনারা ম্যাচিউর।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরতে এ কমিটি কাজ করবে।”

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করার বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে জবাবে ড. মোমেন বলেন, ‘এটা আমাদের হেডেক (মাথাব্যথা) নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি, নন বিদেশি কোনো বিষয় নয়।’

সীমান্তে হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে- সীমান্তে কোনো লোক নিহত যেন না হয়। এটা আমাদের কোনো ব্যর্থতাও নয়। আপনাদের দেখতে হবে কেন ওই লোকটা মরল। ওটাও আপনারা খুঁজে দেখেন।”

Link copied!