নতুন সাজে বঙ্গভবন, টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০২:১০ পিএম

নতুন সাজে বঙ্গভবন, টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবেন দর্শনার্থীরা

নতুন রূপে সেজেছে বঙ্গভবন। দীর্ঘদিন ধরে বঙ্গভবনের শেল্টার হাউজ পরিত্যক্ত অবস্থায় ছিল। এটিকে ভেঙে নতুন করে সাজানো হয়েছে। তিনটি বড় পুকুর দৃষ্টিনন্দন করে গড়ে তুলেছে গণপূর্ত অধিদপ্তর। এক বছরের কর্মযজ্ঞ শেষে আজ মঙ্গলবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপনা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী এপ্রিলে রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। বিদায়বেলা রঙিন করে রাখতে চান তিনি। মূলত তাঁর আগ্রহে বঙ্গভবনকে নতুন করে সাজানো হয়েছে।

বিদায়ের আগে অবশ্য একটি সুখবরও দিয়েছেন রাষ্ট্রপতি। জানা গেছে, বঙ্গভবন দেখার সুযোগ এখন সাধারণ মানুষও পাবে। অনলাইনে টিকিট কেটে দর্শনার্থীরা বঙ্গভবনে প্রবেশ করতে পারবেন। কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।

তবে নিরাপত্তার দিক বিবেচনা করে রাষ্ট্রপতির অফিস ও বাসভবন দেখার সুযোগ জনসাধারণের জন্য থাকছে না। বঙ্গভবনের ভেতরে হলেও নবনির্মিত স্থাপনাগুলোর সঙ্গে রাষ্ট্রপতির অফিস ও বাসভবন বেশ দূরে। মূলত সীমিত আকারে বঙ্গভবনের একটি অংশ দর্শনার্থীদের জন্য চালু করা হবে।

গণপূর্তসচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, রাষ্ট্রপতির একান্ত আগ্রহে বঙ্গভবনকে নতুন রূপে সাজানো হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত স্থাপনা উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি বঙ্গভবনের ভেতরে নবনির্মিত স্থাপনা সাধারণ মানুষকে দেখার ব্যবস্থা করে দিতে চান।

তিনি বলেন, মানুষ যাতে বঙ্গভবনের ভেতরে দুর্লভ জিনিস দেখতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্বোধনের পর জানা যাবে, কবে থেকে দর্শনার্থীদের বঙ্গভবনের ভেতরে ঢুকতে দেওয়া হবে।

Link copied!