নির্বাচনে এক স্ত্রীর প্রতিদ্বন্দ্বী আরেক স্ত্রী, একজনকে তালাক দিলেন ইউপি চেয়ারম্যান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৬:৩৮ পিএম

নির্বাচনে এক স্ত্রীর প্রতিদ্বন্দ্বী আরেক স্ত্রী, একজনকে তালাক দিলেন ইউপি চেয়ারম্যান

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বাগমারার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হকের দুই স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন রেজাউল হক।

আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই রেজাউল। শুক্রবার রেজাউল হক তাঁর নিজ কার্যালয়ে ইউপির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি জানান।

রেজাউল হকের দুই স্ত্রী হলেন নাছিমা বিবি ও ফিরোজা খাতুন। এর মধ্যে প্রথম স্ত্রী নাছিমা বিবি মাড়িয়া ইউনিয়নের শিকদারী এলাকায় রেজাউল হকের নিজস্ব বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন বাগমারা উপজেলা পরিষদের ভবানীগঞ্জের একটি ভাড়া বাড়িতে থাকেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে দুজনের কাউকেই সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাড়িয়া ইউপির চেয়ারম্যানের দুই স্ত্রী নাছিমা বিবি ও ফিরোজা খাতুন প্রার্থী হয়েছেন।

নাছিমা বিবি ফোনে তালাকের বিষয়টি শুনেছেন, কাগজ হাতে পাননি।

এ বিষয়ে রেজাউল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!