নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২২, ০৭:১৭ পিএম

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ জসিম উদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (৩ জুন) দুপুরে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে জসিমকে কারাগারে পাঠানো হয়েছে। জসিম পশ্চিম চরমটুয়া ইউনিয়নের হাবিব উল্যা বাড়ির হাবিব উল্যাহ প্রকাশ কালা মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাত আড়ইটার দিকে পশ্চিম চরমটুয়া এলাকার কালা মিয়ার বাড়ির সামনে অস্ত্র নিয়ে একদল অস্ত্রধারী মহড়া দিচ্ছে–এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কলাবাগান দিয়ে পালানোর চেষ্টা করে তিন অস্ত্রধারী। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে জসিম উদ্দিনকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে এলজি ও গুলি জব্দ করা হয়।

Link copied!