মার্চ ২, ২০২২, ১০:৪০ পিএম
নোয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ-সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে শহরের জেলা জামে মসজিদ সড়কের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন, কনস্টেবল মো. রাসেল ও বেলাল হোসেন। তাঁদের নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপির আহত নেতা-কর্মীদের নাম জানাতে পারেননি দলীয় নেতারা। তাঁদের স্থানীয়ভাবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল চারটার দিকে বিএনপির নেতা-কর্মীদের একটি মিছিল জেলা মসজিদের সামনে দিয়ে প্রেসক্লাবের সামনে যাওয়ার পথে সার্কিট হাউস সড়কের মুখে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির চার-পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের বাধায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশের পূর্ব নির্ধারিত স্থানে সমবেত হন। সেখানেও পুলিশ চারদিক থেকে সমাবেশস্থল ঘিরে রাখে। বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাবেশ শেষ হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান।
বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিএনপির কর্মীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। ইটের আঘাতে একজন এসআইসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।