'ফাইজারের ৬০ লক্ষ টিকা পাবে ৩০ লক্ষ শিক্ষার্থী'

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০২:২৬ পিএম

'ফাইজারের ৬০ লক্ষ টিকা পাবে ৩০ লক্ষ শিক্ষার্থী'

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধক ফাইজার টিকার ৬০ লক্ষ ডোজ রাখা হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য। খুব দ্রুতই স্কুলগুলোতে কথা বলে শিশু-কিশোরদের এই টিকা দেওয়া হবে। আরও ৪০ লক্ষ ডোজ ফাইজারের টিকা দ্রুত পাওয়া যাবে বলেও তিনি জানান। 

রবিবার (১০ অক্টোবর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে সর্বশেষ কোভিড পরিস্থিতি, ভ্যাক্সিন ও সমসাময়িক বিষয়াদি নিয়ে সংবাদ সমেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে আইসিটি বিভাগের সাথে আলেচনা করেছি। ১২ থেকে ১৭ বছর বয়সী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে টিকা নিতে পারবে। 

৭ কোটি ২২ লাখ ভ্যাকসিন পেয়েছি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক কোটি ৮১ লাখ হাতে আছে।আরও টিকা আসছে। ফলে চলতি মাসে ৩ কোটির বেশি টিকা থাকবে।

সবচেয়ে বেশি টিকা আসবে ডিসেম্বরে জানিয়ে জাহিদ মালেক বলেন, চীন থেকে কেনা টিকার প্রায় পাঁচ কোটি ডোজ আমরা ডিসেম্বরে পাওয়ার আশা করছি। জানুয়ারিতে প্রায় পৌনে চার কোটি ডোজ টিকা থাকবে বলে আশা করি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আমরা আট কোটি লোককে ডাবল ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি ডাবল ডোজ টিকা দিতে সক্ষম হব।’ আগামী এপ্রিলের মধ্যে মোট ১২ কোটি লোককে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে বলেও তিনি জানান।

বাংলাদেশে ১৮ বছরের নিচে স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

Link copied!