এক মাসের মধ্যেই আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। টানা তৃতীয়বারের মতো নির্বাহী আদেশে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার (১ মার্চ) থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ি, বিদ্যুতের আবাসিকের লাইফ লাইন (৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী) গ্রাহকদের প্রতি ইউনিটের জন্য ৪ টাকা ১৪ পয়সার পরিবর্তে ৪ টাকা ৩৫ পয়সা দিতে হবে। ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট ৪ টাকা ৫২ পয়সার জায়গায় দিতে হবে ৫ টাকা ৮৫ পয়সা।
আবাসিকের ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৬ টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৬ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৬ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৩৪ পয়সা করা হয়েছে।
এছাড়া ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত আবাসিকের ব্যবহারকারীদের প্রতি ইউনিট ১০ টাকা ৯৬ পয়সার পরিবর্তে ১১ টাকা ৫১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের প্রতি ইউনিটের জন্য ১২ টাকা ৬৩ পয়সার পরিবর্তে ১৩ টাকা ২৬ পয়সা গুণতে হবে।
সেচ বা কৃষিকাজে ব্যবহৃত পাম্পের ক্ষেত্রে আগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল ৪ টাকা ৫৯ পয়সা। এখন সেটি বেড়ে হয়েছে ৪ টাকা ৮২ পয়সা।
এর আগে চলতি বছরেরা ৩০ জানুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮.০৬ শতাংশ বাড়ানো হয়েছিল।
ওই সময় পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের গড় মূল্য ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।