সুইজারল্যান্ড সফরপরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসছে বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে হলে প্রধানমন্ত্রী (পিএম) বিটের সাংবাদিক এবং গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকদের আগামীকাল মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে কোভিড-১৯ টেস্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে গত ১৩ জুন সুইজারল্যান্ডের জেনেভা পৌঁছান সরকারপ্রধান। ১৪ জুন পরদিন সম্মেলনে যোগ দেন।
একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস- এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
১৪ জুন বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন।
১৫ জুন প্রধানমন্ত্রী ‘আ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’ এ যোগ দেন। পরে ডব্লিউইএফ অফিসে প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন।
সুইজারল্যান্ড সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলার সাথে সাক্ষাৎ করেন।