মিরপুরে শ্রমিক হত্যার অভিযোগ : রাস্তা অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ০৫:৫০ পিএম

মিরপুরে শ্রমিক হত্যার অভিযোগ : রাস্তা অবরোধ

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিক হত্যার অভিযোগে রাস্তা অবরোধ করে রেখেছে শ্রমিকরা। গার্মেন্টস কর্মীদের অভিযোগ তারা ন্যায্য বেতন ভাতা দাবি ও বেতন বৃদ্ধির কথা জানালে বিভিন্ন ভাড়াটে সন্ত্রাসীরা তাদের ওপর আক্রমন চালায়। এই আক্রমণে ২ জন শ্রমিকের মৃত্যু ও বেশ কয়েজন আহত হয় বলে অভিযোগ উঠেছে। 

রাস্তা অবরোধ করেছে শ্রমিকরা

শ্রমিক হত্যার অভিযোগ উঠলে মিরপুরে অবস্থিত সকল গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। এই সময় মিরপুর ১০ থেকে ১৪ নং পর্যন্ত অবস্থান করছে তারা। যার ফলে এই রাস্তায় সকল ধরনের যানবাহন চলাচল স্থগিত রয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে এজন্য বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, গার্মেন্টস শ্রমিকরা এই মুহুর্তে রাস্তা অবরোধ করে রেখেছে। কোন ধরনের অভিযোগ পাইনি এ পর্যন্ত।

Link copied!