রাজধানীতে ‘গণ পদযাত্রা’য় তিন স্থান চূড়ান্ত করেছে বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৩:১৮ এএম

রাজধানীতে ‘গণ পদযাত্রা’য় তিন স্থান চূড়ান্ত করেছে বিএনপি

‘গণতন্ত্র পুনরুদ্ধার’, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে ‘গণ পদযাত্রা’য় রাজধানীর তিন স্থানের নাম চূড়ান্ত করেছে বিএনপি।

পূর্বঘোষিত চারদিনের এই কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার(৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পদযাত্রা শুরু করবে দলটি।

রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, যাত্রাবাড়ী থেকে দুপুর ২টায় দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার গাবতলী বাসস্ট্যান্ড থেকে দুপুর ২টায় পদযাত্রা শুরু হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কর্মসূচির চতুর্থ দিন ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এতে সভাপতিত্ব করবেন। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

Link copied!