সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৪৩ পিএম

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ছবি: সংগৃহীত

অবশেষে বহুল প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার হাতে পেলেন হলিউড তারকা টম ক্রুজ। রোববার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এই অনারারি অস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্রুজ এবং সিনেমার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরস্কার নিতে গিয়ে টম ক্রুজ বলেন, সিনেমা তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়, ভিন্ন সংস্কৃতি ও মানুষের মনোভাব বুঝতে সাহায্য করে এবং একই সঙ্গে মানুষের মিলও দেখিয়ে দেয়।
তিনি আরও যোগ করেন— ‍‍`অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, আশা করি—এটাই সিনেমার শক্তি। চলচ্চিত্র বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।‍‍`

নিজের শৈশব স্মৃতিচারণ করে তিনি জানান, ছোটবেলায় অন্ধকার হলঘরে পর্দায় এক ফোঁটা আলো পড়ার সঙ্গে সঙ্গে তার কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলোই তাকে গল্পের জগৎ, চরিত্র নির্মাণ এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে।

এ পর্যন্ত চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন টম ক্রুজ— ‍‍`বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই‍‍` ও ‍‍`জেরি ম্যাগুয়ার‍‍`-এ সেরা অভিনেতা, ‍‍`ম্যাগনোলিয়া‍‍`-তে সেরা পার্শ্ব অভিনেতা এবং ‍‍`টপ গান: ম্যাভেরিক‍‍`-এর প্রযোজক হিসেবে সেরা ছবির বিভাগে।

এবারের অনারারি অস্কার তাকে হলিউডের কিংবদন্তিদের সারিতে স্থান করে দিয়েছে। একই অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টন।

Link copied!