রাজশাহীতে আমবোঝাই একটি পিকআপে চোরাচালানের সময় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার রাত পৌনে দুইটার দিকে নগরের আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই পিকআপের চালককে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর গ্রামের মো. মোত্তাজুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহী নগর দিয়ে একটি গাড়িতে ঢাকায় মাদক নেওয়া হচ্ছে। এ খবর পেয়ে নগরের শাহ মখদুম থানার আমচত্বর এলাকায় রাত একটার দিকে পুলিশ সদস্যরা অবস্থান নেন। রাত পৌনে দুইটার দিকে একটি নীল-হলুদ রঙের পিকআপ আসতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান চালক। চালক শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তাঁর গাড়িতে ফেনসিডিল রয়েছে। ওই পিকআপের পেছনে আমের ক্যারেটের নিচে একটি প্লাস্টিকের বড় ব্যাগের ভেতর দুটি কাপড়ের ব্যাগে রাখা ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। শফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মাদক ব্যবসায়ী মো. সোহানের (২৪) চালান ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌঁছে দেন। তাঁকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছেন।
মহানগর পুলিশের ডিবির উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, পিকআপচালক শফিকুল ইসলাম ও মাদক ব্যবসায়ী সোহানের বিরুদ্ধে নগরের শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।