রাজশাহী থেকেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:১৩ পিএম

রাজশাহী থেকেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু!

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অনুযায়ি চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে অথবা আসছে বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসছে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে বলেও ইসি জানিয়েছে। তবে তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনি প্রচারণা শুরু করেছে বলে মনে করছেন অনেকেই।

গত নভেম্বরে যশোর শাখা আওয়ামী লীগের বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই সভায় দলের নেতাকর্মীদের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। ওই জনসভার পর আওয়ামী লীগের  ২২তম জাতীয়  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতি পদে আবারও নির্বাচিত হয়ে প্রথমবারের মতো রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সেখানে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন দলীয় সভাপতি ও সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ও মহানগরের উন্নয়নে ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।  

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা ও দলীয় প্রধানের ভাষণ দেওয়া নিয়ে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে-এটি জনসভা নাকি নির্বাচনি প্রচারণা। এবিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমকর্মীদের বলেছেন, “নির্বাচনের আগের বছর তো নির্বাচনী বছর হিসেবেই ধরা হয়। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, আমি নির্বাচনী প্রচারণায় নেমে গেলাম।’ নির্বাচন এলে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে যেন উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা দেয়। এর আগেই প্রধানমন্ত্রী জনসভা থেকে জনগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।”

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে জনসভার মাঠ পরিদর্শনে গিয়ে খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের আরও  বলেন, “আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্ট বাংলাদেশের কথা শোনার জন্য মানুষের ঢল নামবে। মাঠে তো বটেই, মাঠের বাইরেও অনেক মানুষ থাকবেন।”

লিটন বলেন, “আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবার যে পরিকল্পনা সেটি মানুষ শুনতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিলেন, তা হয়ে গেছে। আমরা সুফল পাচ্ছি। এখন তিনি তরুণদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। সেটাও হবে। মাঠ শুধু নয়, মাঠের বাইরেও প্রচুর মানুষ থাকবেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মার্ট বাংলাদেশের কথা শুনতেই মানুষের ঢল নামবে।”

জনসভায় রাজশাহী জেলা ও মহানগর, নাটোর, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের ওপর বেশি জোর দেওয়া হয়েছে উল্লেখ করে  তিনি আরও বলেন, “এর পাশাপাশি রাজশাহী বিভাগের অন্য জেলাগুলো থেকেও যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে চান, আসবেন। আমরা কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম আশা করছি।”

রাজশাহী মহানগর ও জেলা শাখা আওয়ামী লীগ নেতারা মনে করছেন, আসছে দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনকে সামনে রেখে জনসভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ধারাবাহিকতার লক্ষ্যে উন্নয়নের বার্তা নিয়ে নতুন বছরের শুরুতে রাজশাহী আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরও রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন তিনি। এবারো দীর্ঘ পাঁচ বছর পর রবিবার  পদ্মা নদীর কোলঘেঁষা রাজশাহী মহানগরীতে উন্নয়নের বার্তা নিয়ে ভোট প্রার্থনায় আসছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

Link copied!