রেকর্ড গড়লেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:৩৩ পিএম

রেকর্ড গড়লেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

জাতীয় সংসদের শুন্য হওয়া সংসদীয় আসনগুলোতে অনুষ্ঠিত উপনির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী বাংলাদেশী সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্রষ্টা আশরাফুল আলম ওরফে হিরো আলম।   

বাংলাদেশের সংসদ নির্বাচন বা উপনির্বাচনে বড় দলের প্রার্থীরা একাধিক আসনে নির্বাচন করলেও শুধুমাত্র বগুড়া নয়, আজ পর্যন্ত দেশের কোনো স্বতন্ত্র প্রার্থী একই সাথে দুই আসনে নির্বাচন করেনি।

বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচন হচ্ছে। হিরো আলম এই উপনির্বাচনে বগুড়া-৬ এবং বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।

শুধু তাই নয়, বুধবার ভোট দেওয়ার পর তিনি বলেছেন, “ভোট এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে দেখতে পাচ্ছি। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে দুটি আসনেই আমি জিতব। আমি শতভাগ আশাবাদী।”

প্রসঙ্গত, ২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। এবার তিনি ‘ভোটারদের চাওয়ার মুখে’ বগুড়া-৬ (সদর) আসন থেকেও প্রার্থী হয়েছেন।

Link copied!