র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা জারিতে তদবির করেন জামায়াতের ব্রিটিশ আইনজীবী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২২, ১০:০৮ পিএম

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা জারিতে তদবির করেন জামায়াতের ব্রিটিশ আইনজীবী

বাংলাদেশের আইনশৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত এলিট ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে তদবির করেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তাঁকে ২০১১ সালে লন্ডনে নিজেদের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল জামায়াতে ইসলামী।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টোবি ক্যাডম্যানকে বাংলাদেশের জামায়াতে ইসলামী দল ২০১১ সালে লন্ডনে নিজেদের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল। ওই সময়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার শুরু হয়েছিল।

জামায়াতের পাঁচ নেতার অ্যাটর্নি তাজুল ইসলাম ওই সময় সংবাদমাধ্যমে জানান, স্টিভেন কে কিউসি, টবি ক্যাডম্যান ও জন ক্যামেঘ জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই চালাতে সম্মত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করছেন বলে স্বীকার করেছেন টোবি ক্যাডম্যান।

তিনি বলেন, নিষেধাজ্ঞার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয়কে অনুরোধ করি। আমি দৃঢ়ভাবে মনে করি র‍্যাবের বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া প্রয়োজন। এজন্য যুক্তরাজ্যে রাজনৈতিক কর্মকর্তা ও নিরাপত্তা বিভাগে যারা কাজ করে তাদের কাছে তথ্য পাঠাই।

ক্যাডম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা জারি করবে বলে আমার অবস্থান ছিল। কিন্তু যুক্তরাজ্য তা না করায় আমি চরম হতাশ হয়েছি।

সম্প্রতি ডেভিড বার্গম্যান ও টবি ক্যাডম্যানরা নতুন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কাজ শুরু করেছেন। বাংলাদেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে তাদের মাধ্যমে অর্থনৈতিক-সামরিক নিষেধাজ্ঞা আরোপে চালাচ্ছেন জোর তৎপরতা।

এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের লিয়াজোন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানও। তিনি বলেন, র‌্যাবের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কাছে জমা দিয়েছেন।

তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য যেসব প্রমাণ দেওয়া হয়েছিল তা যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সরকারবিরোধী কর্মসূচি পালনে সাহস জুগিয়েছে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এজন্যই সাম্প্রতিক সময়ে বিএনপির জনসভা ও রাজপথের কর্মসূচি সফল হয়েছে।

Link copied!