লালমনিরহাটে পুলিশী হেফাজতে যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০৩:০১ পিএম

লালমনিরহাটে পুলিশী হেফাজতে যুবকের মৃত্যু

লালমনিরহাটে বৈশাখী মেলা থেকে জুয়াড়ি সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। তিনি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জনতা। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজীর চওড়া গ্রামে বৈশাখী মেলা থেকে রবিউলকে জুয়াড়ি সন্দেহে আটক করে পুলিশ। আটকের পর তাকে বেদম প্রহার করা হয়। এতে রবিউল সংজ্ঞাহীন হয়ে পড়লে রাত পৌনে ১২টার দিকে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবশ্য লালমনিরহাট জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের দাবি, নিহত রবিউল একজন চিহ্নিত জুয়াড়ি। তিনি অসুস্থ ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, 'পুলিশ যদি তাকে (রবিউল) নির্যাতন করে থাকে, আর সে কারণে যদি তার মৃত্যূ হয়, তাহলে আমরা এটা গুরুত্ব সহকারে তদন্ত করব। দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

Link copied!