লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের বনানীতে দাফন আজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২২, ১২:২০ পিএম

লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের বনানীতে দাফন আজ

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃতদেহ আজ রাজধানীর বনানীর কবরস্থানে দাফন করা হবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল গত ২৭ জুলাই হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যায় ইসমাইলের মরদেহ দেশে পৌঁছেছে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় র‍্যাবের প্রধান কার্যালয়ে তার জানাজা হবে।

জোহরেরর নামাজের পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলকে।

Link copied!