শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে সম্মান দিন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ১১:৫৭ এএম

শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে সম্মান দিন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে সম্মান দেবার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষকে অবশ্যই সমবেত হওয়ার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংঘর্ষে চট্টগ্রামের হাটহাজারীতে 'সমাবেশে পুলিশের গুলি চালনার পর চার জনের মৃত্যুর ঘটনা' স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন বিবৃতি দিয়েছে এ মানবাধিকার সংস্থা।

শুক্রবার দুপুরে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ব্যাপক সংঘর্ষের পর এর জের ধরে চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ হয় ও তাতে চার জনের মৃত্যুর খবর উঠে আসে গণমাধ্যমে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে কিছু বাম ও ডানপন্থী সংগঠন গতে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছিলো।

Link copied!