জুলাই ২৪, ২০২৩, ০২:২৯ পিএম
সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমাবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২৭ জুলাইয়ের মহাসমাবেশ হঠাৎ করে আসেনি। সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ।”
বিএনপি মহাসচিব বলেন, “কোনো সংঘাতমূলক পরিস্থিতি হলে এর দায় সরকারকেই নিতে হবে। আশাকরি সংঘাতময় পথ পরিহার করবেন।”এসময় ‘সরকারএকতরফাভাবে ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বেআইনিভাবে বাতিল করেছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, মানুষ সরকারের পরিবর্তন চায়। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন চায়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।