‘সতর্ক’ করলেন নিক্সন চৌধুরী, জবাবে ‘ভয় পাই না’ বললেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৩, ০৬:০৫ পিএম

‘সতর্ক’ করলেন নিক্সন চৌধুরী, জবাবে ‘ভয় পাই না’ বললেন শামা ওবায়েদ

সংগৃহীত ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ‘বেয়াদব’ আখ্যায়িত করে ‘জিব ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য  মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)। তাঁর এই বক্তব্যের জবাবে মঙ্গলবার একটি দৈনিক জাতীয় পত্রিকাকে  শামা ওবায়েদ বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।

বিএনপির এই সংগঠনিক সম্পাদক আরও বলেন, “নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।”

গতকাল সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা শাখা যুবলীগের সম্মেলনে মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেন, “সাবধান হয়ে যান। ফের দেশনেত্রী শেখ হাসিনাকে নিয়ে এসব ভাষায় কথা বললে আপনাকে দক্ষিণবঙ্গে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

এই বক্তব্যের জবাবে শামা ওবায়েদ বলেন, “দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে?  এসময় তিনি আরও বলেন, “দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি একশ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।”

Link copied!