সম্রাট-খালেদ-সাঈদদের অর্থপাচারের প্রমাণ মিলেছে: সিআইডি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২১, ০২:৪৫ পিএম

সম্রাট-খালেদ-সাঈদদের অর্থপাচারের প্রমাণ মিলেছে: সিআইডি

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদসহ ৭ জনের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে  পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।  এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১৭ আগষ্ট হাইকোর্টে এসেছে।

রবিবার (১৭ অক্টোবর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দ্যা রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ‘আমরা (রাষ্ট্রপক্ষ)  এফিডেভিড(হলফনামা) করে রেখেছি, লিষ্টে মামলা আসলেই জমা দেয়া হবে।’ অবকাশ কালিনী ছুটি শেষ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে বলেও তিনি জানান।

এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশ থেকে দেশের বাইরে অর্থ পাচারকারীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সিআইডির প্রতিবেদনে  বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচারের উপর দেওয়া প্রতিবেদনে নাম রয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালিদ মাহমুদ ভুইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাঈদ, শাজাহান বাবলুর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইয়াংম্যান্স ক্লাব দিয়ে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেদিন মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া ওরফে ল্যাংড়া খালেদকে গ্রেপ্তার করা হয়।

ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ,এফডিআর সহ আলোচিত ঠিকাদার জিকে শামীম গ্রেফতার হন ওই বছরের ২০ সেপ্টেম্বর।একইদিনে কলাবাগান ক্লাবের সভাপতি ফিরোজকে ক্যাসিনো ব্যবসার অভিযোগে র‌্যাব গ্রেপ্তার করে। 

এর ১৫ দিনের মাথায় ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা ক্যাসিনো কাণ্ডে সবচেয়ে আলোচিত ও ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব।

এসব অভিযানে আটকদের বিরুদ্ধে দায়ের হয় কমপক্ষে দুই ডজন মামলা। এরমধ্যে ৯টি মামলার তদন্ত ভার পায় এলিট ফোর্স। যার সবকটিরই অভিযোগপত্র হয়েছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, সবগুলো মামলার চার্জশীট দেয়া হয়েছে।

 

Link copied!