সিটির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: তাপস

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২১, ০৩:০৫ পিএম

সিটির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: তাপস

রাজধানীর দক্ষিণ সিটিতে ঈদ উল আজহায় কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় শেষে  সাংবাদিকদের এক  প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।

একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী ঢাকাবাসীকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ডিএসসিসি মেয়র বলেন, ঢাকাবাসীর প্রতি নিবেদন করবো, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা শহর থেকে সব বর্জ্য অপসারণ করতে পারি।’

মেয়র  তাপস বলেন, ‘ত্যাগের মহিমায় আজ সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এর আগে সকাল ৭টার দিকে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

জামাতের আগে খুতবা ও বয়ানে তিনি কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ঈদুল আজহার দোয়া কামনায় তিনি বলেন, ‘হে আল্লাহ আমরা যেন আপনার হুকুমকে সামনে রেখে সঠিক নিয়মে, সঠিক নিয়তে কোরবানি করতে পারি। এ সুন্দর আমলকে যেন আমরা যথাযথ নিয়মে পালন করতে পারি, আমাদের তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি রহমতের বরকত দ্বারা ভরপুর করে দিন।’

জামাতের মোনাজাতে মুক্তিযুদ্ধে শহীদ ও পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের জন্য দোয়া করা হয় । এরপর দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

Link copied!