জুন ৫, ২০২২, ০৯:৪৮ এএম
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর তাই হজ উপলক্ষে বাংলাদেশের হজযাত্রীরা জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র আরও জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছাবে।
পূর্বঘোষণা অনুযায়ী গত ৩১ মে হজ ফ্লাইট শুরু করার কথা ছিল। তবে নানা অব্যবস্থাপনার কারণে যথাসময় হজ ফ্লাইট শুরু করা যায়নি। তাই আজ ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে যে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন, তার ৫০ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। তবে সরকারি প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।
এ বছর সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচ পড়বে বলে জানা গেছে।