নির্দলীয়–নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সাথে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি পালন করছে বিএনপি। এই সমাবেশ থেকে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশে আগামী ২৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' উল্লেখ করে ১০ দফা দাবিতে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দেয়া হয়। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই মিছিল-সমাবেশ করছে।
সমাবেশের পর বিক্ষোভ মিছিল করছেন দলের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে এ মিছিল শুরু হয়। যানজটের কথা বিবেচনা করে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়।
এর আগে ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেদিনের কর্মসূচি থেকে আজকের মিছিল-সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল।
দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, বিএনপির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।