‘অর্থনৈতিক প্রভাবশালীদের ক্ষেত্রে সরকার উদাসীন’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০১:৫৯ পিএম

‘অর্থনৈতিক প্রভাবশালীদের ক্ষেত্রে সরকার উদাসীন’

রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তে যারা অনৈতিক প্রভাব খাটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার বলে অভিযোগ করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, আমাদের অর্থনীতি শুধু তৈরি পোশাক খাত ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। যার ফলে একটা বিশেষ ঝুঁকিতে আছে। তবে অর্থনৈতিক অঞ্চলসহ আরও অনেক বিষয়গুলো নিয়ে সরকার পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারিখাতের দৃষ্টিতে ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২২) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

dccci1

তিনি বলেন, বর্তমানে দেশে ডলারের রেট ৫টা চলছে। কিন্তু হুন্ডি ও টাকা পাচারকারীদের জন্য এটা কিছুই না। কেননা তারা আয়করসহ বিভিন্ন জিনিস ফাঁকি দিতে পারছে।

উক্ত অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর ২০২২) বাংলাদেশের অর্থনীতির সার্বিক প্রেক্ষাপটের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মোঃ সামীর সাত্তার।

dccci2

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন- মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং পিএইচপি ফ্যামিলি-এর পরিচালক (ফিন্যান্স ও এ্যাডমিন) মোহাম্মদ আলী হোসেন।

Link copied!