উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৪, ১১:০৪ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

কক্সবাজারের উখিয়ার ৩ ও ৪ রোহিঙ্গা ক্যাম্পের ই-জি-ও এফ ব্লকে গতকাল শুক্রবার রাতের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

তারা হলেন- উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭২ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা শওকত আলী। বাকিদের নাম-ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পরই গুরুতর আহতদের উদ্ধার করে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উখিয়ার ৩, ৪ ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোচরা বাজার ও বিভিন্ন এলাকায় আরএসও-সাধারণ রোহিঙ্গা-এপিবিএন মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। এতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় ঘটনা ঘটে। এর একপর্যায়ে উত্তেজিত রোহিঙ্গারা ক্যাম্প-৪ এর ই-ব্লকে আরএসও সদস্যদের ২৫টি ঝুপড়ি ভাঙচুর করে। এছাড়া সন্ত্রাসীদের প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) দায়িত্বরত কেউ মুখ খোলেননি। তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষের কথা শুনেছি। এতে বেশ কয়েকজনক গুলিবিদ্ধ হয়েছেন। এখন তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

Link copied!