বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো ‘বিদ্যমান বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্কের সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি সম্পর্কিত তথ্য’ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বরাত দিয়ে এতে বলা হয়েছে, কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন রয়েছে। তবে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হলে ১০টি VSAT প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশনা দেওয়া আছে।