কোটা আন্দোলনে সহিংসতায় এখনও পর্যন্ত নিহত ১৪৭

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৪, ১১:১৫ এএম

কোটা আন্দোলনে সহিংসতায় এখনও পর্যন্ত নিহত ১৪৭

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ বা অন্য পেশার মানুষ রয়েছে সেটা নির্ধারণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া নিহতদের সংখ্যার ব্যাপারে নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।”

Link copied!