টেকনাফে ১৯ বনকর্মী ও শ্রমিক অপহরণ, কারণ অজানা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:৩৩ পিএম

টেকনাফে ১৯ বনকর্মী ও শ্রমিক অপহরণ, কারণ অজানা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ১৯ জনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন বনকর্মী এবং ১৬ জন শ্রমিক বলে জানা গিয়েছে।

তাদের কী কারণে অপহরণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে এই অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার, ৩০ ডিসেম্বর বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

অপহৃতদের উদ্ধারে বনবিভাগ, এপিবিএন ও পুলিশসহ স্থানীয়রা পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ পরিদর্শনের দিনই এই অপহরণের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

এহসান উদ্দিন বলেন, “এই শ্রমিকরা মূলত বন রক্ষণাবেক্ষণ যেমন আগাছা ছাঁটা, চারা রোপণ, গাছপালা পরিষ্কার রাখার কাজ করে। সোমবার তারা পাহাড়ে কাজ করতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কিছু লোক তাদের অস্ত্রের মুখে পাহাড়ের গহীনে নিয়ে যায় বলে খবর পেয়েছি।”

Link copied!