গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৪, ০৭:৩৬ এএম

গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

প্রতীকী

গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের দক্ষিণ দিকে কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়সূত্রে জানা যায়, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

জয়দেবপুর স্টেশনমাস্টার হানিফ মিয়া জানান, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা  ঘটেছে। সিগন্যালম্যানের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম জানান, ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

Link copied!