হরতালে রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ১২:৪৮ পিএম

হরতালে রাজধানীতে ৩ বাসে আগুন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সারা দেশে হরতালকে কেন্দ্র করে রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে ৩টি আগুনে কাজ করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, সকাল ৯টা ৬  মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০-২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। সকাল ১০-২৮মিনিটে  তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। 

Link copied!