নির্বাচনে জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো কাতার, তুরস্ক ও আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৪, ১০:৫৫ এএম

নির্বাচনে জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো কাতার, তুরস্ক ও আরব আমিরাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এই তিনটি দেশের দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য কামনা করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম, কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, তুস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বড় কোনো বিরোধী দল না থাকায় এ নির্বাচনের মূল লড়াই হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে অন্তত ২২৩টি আসনে জয় পেয়েছেন, আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬১টি আসনে।

Link copied!