প্রজ্ঞাপনের দাবিতে ৩৫ প্রত্যাশীদের অনশন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৪, ১০:৫৬ পিএম

প্রজ্ঞাপনের দাবিতে ৩৫ প্রত্যাশীদের অনশন

সংগৃহীত

রাজধানীর শাহবাগে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর  করার বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। 

সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে কাফনের কাপড়ে কিছু চাকরিপ্রার্থী অনশন কর্মসূচি পালন করছেন। 

এ সময় চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী এক আন্দোলনকারী জানান, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা যাবেন না। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটি বয়স বাড়ানোর সুপারিশ করলেও এখনও প্রজ্ঞাপন জারি করেনি সরকার। আমরা গত রোববার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। 

গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে প্রতিবেদনে বয়স বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের ওপর।

Link copied!