দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এখনো সম্পূর্ণ ফলাফল আসেনি। ফলে এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় ভোট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল জানান, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে৷ এ সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।
তিনি জানান, ব্যালটে ভোট হয়েছে। গণনা করে ফলাফল দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রশাসন বা পুলিশের আচরণে দু-চারটা অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাদেরকে বদলি করা হয়েছে।
তিনি বলেন, অনেকের দাবি ছিলো, ব্যালট পেপার সকালে প্রেরণ করা। ৯০ শতাংশ জায়গায় সকালেই ব্যালট পৌছে গেছে৷ দূর্গম এলাকায় আগের রাতে পাঠানো হয়েছে।
গণমাধ্যম দক্ষতার সঙ্গে কাজ করেছে উল্লেখ করে সিইসি বলেন, বিকালে আমি নেগেটিভ নিউজগুলো খুঁজচ্ছিলাম। এমন কিছু কেউ বলেনি। ফলে নির্বাচনটা স্বস্তিদায়ক ছিল। সেদিক থেকে সার্বিক সফলতা রয়েছে। বাংলাদেশের গণমাধ্যম অনেক দক্ষ৷