কোটা আন্দোলনে সহিংসতায় পুলিশের ৪৪ সদস্য নিহত

বিশেষ প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৪, ০৭:২৯ পিএম

কোটা আন্দোলনে সহিংসতায় পুলিশের ৪৪ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত হওয়া ৪৪ জন পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটা আন্দোলনে সহিংসতায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন কনস্টেবল ২১, নায়েক ১, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ৭, এটিএসআই ১, উপ-পরিদর্শক (এসআই) ১১ ও পরিদর্শক ৩ জন।

পুলিশ সদর দপ্তর
গ্রাফিকচিত্র: দ্য রিপোর্ট ডট লাইভ

এই ৪৪ জন পুলিশ সদস্যের মধ্যে গত ৪ আগস্ট ১৪, ৫ আগস্ট ২৪ ও বাকি ৬ জন বিভিন্ন সময় নিহত হয়েছেন।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র ৩ সপ্তাহে কয়েক শ’ লোক প্রাণ হারান। চলতি মাসের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারবিরোধী থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা।

কোটা আন্দোলনে সহিংসতায় নিহত ৪৪ পুলিশ সদস্যের তালিকা:

পুলিশ সদর দপ্তর
পুলিশ সদর দপ্তর

 

Link copied!