ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি পাঁচটি যাত্রীবাহী বিমান। এগুলো পরে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়।
জানা গেছে, কুয়াশার কারণে আজ রাত সাড়ে তিনটা থেকে সকাল ৯টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীবাহী বিমান গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়। এর মধ্যে চারটি যাত্রীবাহী বিমান যায় চট্টগ্রামও আর একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট ওঠা-নামায় সমস্যা দেখা দেয়। সকাল ৯টার পর রানওয়ে দৃশ্যমান হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শীত মৌসুম শুরুর পর শাহজালাল বিমানবন্দরে প্রায় প্রতিদিনই ফ্লাইট ওঠা-নামা বিঘ্নিত হচ্ছে। এতে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে পারছে না বিমান সংস্থাগুলো।