আগস্ট ১০, ২০২৩, ০২:০৯ পিএম
ফাইল ছবি
কক্সবাজারের পেকুয়ায় ও চকোরিয়ায় বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গাপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে বুধবার সন্ধ্যায় ভেসে যায় তিন শিশু। বৃহস্পতিবার সকালে ওই খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, নিহত শিশুরা হলো স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।
বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে তারা পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই খালে তাদের মরদেহ ভেসে ওঠে।
ইউপি চেয়ারম্যান জানান, তিন শিশুর লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে চকোরিয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।