ডিবি হারুনের বদলির পর ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৪, ০২:৩৫ পিএম

ডিবি হারুনের বদলির পর ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

ছবি: সংগৃহীত

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে মুক্তি পান তারা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বদরুল ইসলাম জানান, “ভোর ৬টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়।”

ছয় সমন্বয়ক হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এর আগে, গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরের দিন ২৭ জুলাই মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

 

 

 

 

 

Link copied!