সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৬৩ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
বুধবার বেলা ১২ টার দিকে হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপির এই সদস্যরা পালিয়ে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।
এ নিয়ে চলতি সপ্তাহে বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি, কাস্টমস, সেনাবাহিনী ও বেসামরিক সদস্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জন।
সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। দিনভর সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা–বারুদের শব্দে আতঙ্ক কাটছে না মিয়ানমার সীমান্তে থাকা বাংলাদেশি জনপদগুলোতে। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা।