বৃদ্ধি পেতে যাচ্ছে মন্ত্রিসভা আকার । আজ (শুক্রবার) শপথ নিতে পারেন নতুন আরও অন্তত ৭ জন সদস্য।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান। তথ্যটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুক্রবার দিনের কর্মসূচিতে তথ্যটি নিশ্চিত কর হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, মন্ত্রিসভায় নতুন করে যোগ হতে যাচ্ছেন সাতজন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে পাঁচজন শপথ অনুষ্ঠানে ডাক পাওয়ার কথা নিশ্চিত করেছেন। এই পাঁচজনের মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। তাঁরা হলেন ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা ও ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা। এ ছাড়া রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ ও চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরীও এ শপথ অনুষ্ঠানে ডাক পেয়েছেন।
নাহিদ ইজাহার বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে আজকে ফোন দিয়েছিল। আমাকে ঢাকায় থাকতে বলেছে। আজ শুক্রবার সকালে তারা আবার আমাকে ফোন দেবে বলে জানিয়েছে।’
বর্তমানে মন্ত্রীসভার আকার ৩৭ সদস্যের। যাতে পূর্ণ মন্ত্রী আছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। বিগতবছরগুলোর মতো এই মন্ত্রীসভায় কোনো উপমন্ত্রী নেই। মন্ত্রণালয়গুলোর মাঝে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। এর আগে গত বুধবার ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ থেকে সংসদে ৪৮ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শপথ গ্রহনের মাধ্যমে যুক্ত হয়েছেন।