ছবি: সংগৃহীত
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে এবার ৮২ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝিংগাবাড়ি এলাকা দিয়ে ছয়টি পরিবারের মোট ২০ জনকে পুশইন করানো হয়। তাদের মধ্যে পুরুষ ছয়জন, মহিলা সাতজন এবং শিশু সাতজন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।
গোয়াইনঘাট সীমান্তের শ্রীপুর বিওপির এলাকা জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা দিয়ে পাঁচটি পরিবারের মোট ৩২ জনকে ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, ১০ জন মহিলা, শিশু ১৫ জন। এর মধ্যে ১৯ জন কুড়িগ্রামের, যশোরের ৯ জন এবং ৪ জন বাগেরহাটের।
এছাড়া সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছনবাড়ি থেকে পাঁচটি পরিবারের মোট ১৬জনকে পুশইন কারনো হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচজন, মহিলা পাঁচজন এবং শিশু ছয়জন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
অপরদিকে বুধবার সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
তিনি বলেন, এর মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন মহিলা ও দুইজন শিশু রয়েছে। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।