কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আজহার পাঁচদিনে সড়কে অন্তত ৯২ জনের প্রাণহানি হয়েছে।
বুধবার (১৯ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহমুব-ই-রাব্বানী।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী, গত ১৩-১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়কে ৯৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৯২ জনের প্রাণ হারানোর পাশাাপাশি আরও ১০৪ জন আহত হন। তবে রেল ও নৌপথে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা নিয়ে বিশেষ কিছু এখনও জানা সম্ভব হয়নি।