বিএসএফের পর পর তিনটি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারালেন আবদুল্লাহ

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৪, ১০:১০ এএম

বিএসএফের পর পর তিনটি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারালেন আবদুল্লাহ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাবার নাম নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্র জানায়, গতকাল সোমবার ভোররাতে অবৈধ অনুপ্রবেশের সময় আব্দুল্লাহকে গুলি করে বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তার লাশ হস্তান্তর করে বিএসএফ।

নারায়ণপুর ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, “অবৈধ অনুপ্রবেশের সময় আব্দুল্লাহকে লক্ষ্য করে বিএসএফ তিনটি গুলি করলে ঘটনাস্থলে আবদুল্লাহ নিহত হন। পরে সীমান্তের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে তার লাশ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

স্থানীয়রা জানান, আবদুল্লা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে নিহত আবদুল্লাহর পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।

৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, “লাশ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

Link copied!