সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২৫ এএম

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে গতকাল রবিবার এ মামলা করা হয়েছে।

সোমবার, ২৩ ডিসেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুদক মামলা করেছে।

Link copied!